বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর একটি হচ্ছে ফেসবুক। বিস্তৃত এবং চমৎকার সব ফিচারেরকারণে ফেসবুক এত জনপ্রিয়। তবে অনেক সময় এর ব্যবহার আসক্তির পর্যায়ে চলে যায় কিংবা এর বহুল ফাংশন মানুষকে ক্লান্ত করে তুলতে পারে। এ ধরনের নানা কারণে মানুষ তাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিটের সিদ্ধান্ত নিয়ে থাকেন।
তবে কারণ যাই হোক না কেন, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিটের আগে অবশ্যই এই ৮টি কাজ করা উচিত।
১.সিদ্ধান্তটি আপনার পরিচিতদের জানিয়ে রাখুন
২.প্রয়োজনীয় মিডিয়া ফাইল সংরক্ষণ করুন
৩.মেসেঞ্জার রাখবেন কি না সিন্ধান্ত নিন
মেসেঞ্জার থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হতে, আপনার মেসেঞ্জার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করবেন যেভাবে:
- মেসেঞ্জার খুলুন এবং ওপরের বাম কোণায় আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
- অ্যাকাউন্ট সেটিংসে যান।
- সেখান থেকে ম্যানেজ অ্যাকাউন্ট নির্বাচন করুন।
- তারপর পার্সোনাল ইনফরমেশনে যান।
- সেখান থেকে ডিঅ্যাক্টিভেট সিলেক্ট করুন।
- মেসেঞ্জার আপনাকে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেট করতে, আপনার পাসওয়ার্ড পুনরায় প্রবেশ করতে বলবে৷
৪.আপনার পেজগুলোর অ্যাডমিন পরিবর্তন করে নিন
৫.গ্রুপ এডিট অথবা ডিলিট করুন
৬.ব্যবসা কিংবা পেশাগত কাজগুলো গুছিয়ে নিন
৭.ফেসবুক ডেটা ও ইতিহাস সংরক্ষণ এবং ডাউনলোড
৮.ফেসবুকের মেমরিগুলো সাজিয়ে রাখুন
ফেসবুক বেশ চমৎকার এবং দরকারি একটি সাইট বা অ্যাপ হওয়া সত্ত্বেও অনেকেই এটির ব্যবহার ছাড়তে চান। তবে ফেসবুকছেড়ে যাওয়ার মানে এই নয় যে আপনাকে এর স্মৃতি গুলোও ছাড়তে হবে। তাই, ফেসবুক ডিলিটের আগে আপনার স্মৃতি গুলোকে সংরক্ষণ করুন এবং গুছিয়ে রাখুন। এ ছাড়া আপনার ফেসবুক পেজ এবং গ্রুপ থাকলে সেগুলোর ভবিষ্যৎও নির্ধারণ করে নিন।