পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমফাইল ছবি
নির্বাচন ও মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দূরত্ব অনেকটাই কেটেছে বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভুল–বোঝাবুঝি ছিল। ভবিষ্যৎ বলে দেবে ভুল–বোঝাবুঝি আর রয়েছে কি না।
সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
শাহরিয়ার আলম বলেন, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের ওপর নতুন করে কোনো বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা আসার আশঙ্কা নেই। কারণ, র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর তাদের সঙ্গে যোগাযোগ বেড়েছে।