DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » বলছেন এনদ্রিক

বলছেন এনদ্রিক

‘পেলের পা ছোঁয়ার যোগ্যও কেউ হতে পারবে না কখনো’

এএফপি

সাও পাওলো

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৩: ২২ 

১৭ বছর বয়সেই দুবার ব্রাজিলিয়ান লিগ জিতেছেন এনদ্রিক

১৭ বছর বয়সেই দুবার ব্রাজিলিয়ান লিগ জিতেছেন এনদ্রিকএএফপি

বয়স মাত্র ১৭। এরই মধ্যে পেলে ও নেইমারের সঙ্গে তুলনা চলছে এনদ্রিকের। এই কিশোরের মধ্যেই নতুন করে আশা খুঁজতে শুরু করেছেন ব্রাজিলিয়ানরা। তবে প্রশংসায় ভেসে না গিয়ে পা মাটিতেই রাখছেন এনদ্রিক, বলেছেন তাঁকে ঘিরে যে উন্মাদনা চলছে, তা নিয়ে ভাবেন না তিনি।

কদিন আগেই পালমেইরার্সকে ব্রাজিলের শীর্ষ লিগ সিরি ‘আ’ জিতিয়েছেন তরুণ এই ফরোয়ার্ড। আগামী বছর আঠারোয় পা দেওয়ার পর স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এনদ্রিক পেলের সঙ্গে তুলনাতেও বিব্রত, ‘আমি জানি পেলের পা ছোঁয়ার যোগ্যও কেউ হতে পারবে না কখনো। তিনিই ফুটবলের রাজা।’

সাও পাওলোয় কাল নতুন এক স্পনসরের সঙ্গে চুক্তির অনুষ্ঠানে বার্তা সংস্থা এএফপিকে এনদ্রিক বলেন, তিনি শুধু নিজের সঙ্গেই তুলনীয় হতে চান, ‘আমি শুধু এনদ্রিক হতে চাই। এনদ্রিক কে, সেটিই আমি তাঁদের দেখাতে চাই।’

১৬ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক এনদ্রিকের। তখন থেকেই তিনি দেখিয়ে যাচ্ছেন বল পায়ে কতটা জমাট, ক্ষিপ্র ও চতুর। পেশাদার ফুটবলে দুই মৌসুম খেলেই পালমেইরার্সের হয়ে দুবার ব্রাজিলের শীর্ষ লিগ জিতেছেন। শুধু লিগই নয়, ব্রাজিলিয়ান সুপার কাপ ও সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপও জেতা হয়ে গেছে এনদ্রিকের। গত মাসে তো কিংবদন্তি রোনালদোর পর সবচেয়ে কম বয়সে ব্রাজিল জাতীয় দলেও ডাক পেয়েছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*