DON'T MISS
Home » UK NEWS » Bangladesh politics » গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে চাকরিচ্যুত ব্রিটিশ এমপি

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে চাকরিচ্যুত ব্রিটিশ এমপি

8118_IMG_6911.jpeg

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ এবং স্থায়ীভাবে যুদ্ধবিরতির আহ্বান করায় এক ব্রিটিশ সংসদ সদস্যকে (এমপি) বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ইসরাইল ও গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করার জন্য একজন সরকারি কর্মচারীকেও বরখাস্ত করা হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও গার্ডিয়ান আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে সংসদ সদস্য পল ব্রিস্টো গাজাবাসীকে সহায়তার জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নিকট একটি চিঠি লিখেছিলেন। সেখানে লেখা ছিল, গাজায় স্থায়ীভাবে যুদ্ধবিরতি প্রয়োজন।

কিন্তু এই চিঠির জবাবে ডাউনিং স্ট্রিট বলেছে, চিঠিতে যা লেখা ছিল তা আমাদের ‘সম্মিলিত দায়িত্ব নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না’।

ফিলিস্তিনিপন্থি সমাবেশের বক্তৃতায় ‘নদী ও সমুদ্রের মধ্য’ বলার কারণে ব্রিটিশ লেবার রাজনীতিবিদ ও আইনজীবী অ্যান্ড্রু জোসেফ ম্যাকডোনাল্ডকে বরখাস্ত করা হয়েছে। এই স্লোগানের সমালোচকরা বলছেন, এই কথার মাধ্যমে পরোক্ষভাবে ইসরাইলের ধ্বংস চাওয়া হয়েছে। 

এদিকে লেবার পার্টি বলেছে, তার মন্তব্য ‘আপত্তিকর’ ছিল।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*