DON'T MISS
Home » Bangladesh » অনিয়মের সংবাদ প্রকাশ, গোপালগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি

অনিয়মের সংবাদ প্রকাশ, গোপালগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি

বশেমুরবিপ্রবির ক্যাফেটেরিয়া। ছবি : সংগৃহীত

বশেমুরবিপ্রবির ক্যাফেটেরিয়া। ছবি : সংগৃহীত

ক্যাফেটেরিয়ার নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাংবাদিক সমিতির সভাপতি মো. আশরাফুল আলমকে জীবননাশের হুমকিসহ সংগঠনের সকলকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেছে ক্যাফেটেরিয়া ম্যানেজার আলামিন ও ঠিকাদার প্রতিষ্ঠান জামাল খান ট্রেডার্স। 

এই ঘটনায় রোববার (১০ সেপ্টেম্বর) প্রক্টর বরাবর নিরাপত্তা চেয়ে এবং বিচার নিশ্চিতে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

লিখিত অভিযোগে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর ক্যাফেটেরিয়া নিয়ে নিয়ম ভেঙে টেন্ডার প্রদান, খাবারের উচ্চ দাম ও নিম্ম মানসহ নানা অনিয়মের সংবাদ প্রকাশের করা হয়। এরই প্রেক্ষিতে ম্যানেজার আলামিন এবং খান ট্রেডার্স কর্তৃপক্ষ থেকে আমাকে জীবননাশের হুমকি প্রদান করে ও সংগঠনকে দেখে নেওয়ার হুমকি দেয়। এছাড়াও তারা বলে, ‘প্রশাসনেও তাদের হাত আছে। অনিয়ম করে ক্যাফেটেরিয়াও যেমন নিতে পেরেছি তোকেও দেখে নেব।’ এমতাবস্থায় জীবনের নিরাপত্তাসহ ও উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের শাস্তি দাবি করছি।

nagad

অভিযোগ বিষয়ে সংগঠনের সভাপতি মো. আশরাফুল আলম বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়ম করে টেন্ডার নেওয়ার প্রেক্ষিতে এবং শিক্ষার্থীদের নিম্নমানের খাবার সরবরাহ বিষয়ে সংবাদ প্রকাশ করি। এর প্রেক্ষিতে তারা সরাসরি ভয়ভীতি দেখানোসহ সংগঠনেকে দেখে নেওয়ার হুমকি দেয়। এমনকি তাদের প্রশাসনে লোক আছে, কোন অভিযোগে কাজ হবে না বলেও হুমকি দেয়। এছাড়াও অভিযোগ প্রদানের পরের দিন তারা পরিকল্পিতভাবে মিথ্যাচারের চেষ্টা করেন। এ ঘটনায় উপযুক্ত তদন্ত সাপেক্ষে প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত আলামিন ও ঠিকাদার প্রতিষ্ঠানকে একাধিকবার কল করলেও রিসিভ করেননি।

বশেমুরবিপ্রবি প্রক্টর ড. মো. কামরুজ্জামান জানান, ‘গত ১০ সেপ্টেম্বর তারিখে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে দ্রত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*